বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

কিভাবে আপনার wapka অথবা যে কোন সাইট google add করবেন

বন্ধুরা সবাই কেমন আছেন?আজ আমি আপনাদের শেখাব কিভাবে ওয়াপকা সাইট google এ add করতে হয়।আমরা সবাই চাই নিজের সাইটকে গুগল সার্চ রেজাল্টে দেখতে,কি চান না?অবশ্যই চান এবং আমিও চাই।তো যাই হোক এই বিষয়ে এর আগে আমি আরো একটি পোস্ট করেছিলাম কিন্ত সেটা ছিল মোবাইলের জন্য কিন্ত আজ যেটা দেখাতে যাচ্ছি সেটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই একই নিয়ম।তো চলুন শুরু করা যাকঃ
কিছু কথা আগেই বলে রাখি আপনার সাইট google search result এ আনার জন্য মানে আপনার wapka site google এ submit করার জন্য আপনার একটা gmail account থাকতে হবে তাহলেই এই কাজটা করতে পারবেন।যদি আপনার জিমেইল account না থাকে তাহলে Create and Gmail account থেকে একটা আইডি খুলে নিন।আর যাদের আগে থেকেই জিমেইল আইডি আছে তারা আমাকে ফলো করুনঃ
প্রথমে Webmaster tools যান তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন এবং নিচের চিত্রের মত কাজ করুনঃ
how to add wapka site in google webmaster tools
ছবিটিতে http://howtrick.com দেয়া আছে এখানে আপনি আপনার সাইটের লিংক দিবেন এবং ADD PROPERTY তে ক্লিক করুন।তাহলে নিচের ছবির মতো একটি পেজ আসবে সেখানে ছবিটির মতো কাজ করুনঃ
google verify
এখানেঃ

এমন একটি কোড পাবেন,আমি যেটা পেয়েছে সেটা ছবিটিতে দেখুন।এখন যে কোডটা পেয়েছেন সেটা আপনার ওয়াপকা সাইটের হেড ট্যাগে বসাতে হবে।আমাকে follow করুনঃ
আপনার wapka সাইটের admin mode এ যান তারপর edit site>>global setting>>Head tag (meta,style) এখানে যান এবং নিরে ছবিটির মতো করে আপনার সেই google verification code টা আপনার ওয়াপকা সাইটে বসান এবং set বাটনে click করেনঃ
head_tag
এবার আবার গুগলে গিয়ে VERIFY তে ক্লিক করুন।তাহলে নিচের ছবিটির মতো একটা Congratulation message পাবেন,তারপর Continue তে ক্লিক করবেনঃ
successful
এখন আপনার ওয়াপকা সাইট google এ add হয়ে গেছে,এখন আপনার ওয়াপকা সাইট google এ crew করার জন্য sitemap এর কাজ করতে হবে।
আপনার সাইটের Dashboard এ গিয়ে Crew>>Sitemaps তে click করুন তাহলে নিচের ছবিটির মতো আসবে এবং নিচের ছবির মত কাজ করুনঃ
sitemap_start
sitemap_start
sitemap_start
হয়ে গেল,আপনার সাইট এখন কয়েক ঘন্টার মধ্যে google এ খুজে পাবেন।
আশাকরি বুঝতে পারছেন,ভলো থাকবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করবেন।আজ তাহলে বিদায়,আবার দেখা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন